আজম রেহমান,ঠাকুরগাঁও: জেলার পীরগঞ্জের থুমনিয়া শালবনে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন হয়েছেন।
শনিবার সকাল ১০টায় থানা পুলিশ এই মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরন ও এ ঘটনায় জড়িত সন্দেহে ঘাতক বন্ধুকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।
জানা যায়, ঠাকুরগাঁও সদর থানার হরিনারায়রপুর গ্রামের অটোচার্জার চালক শাহেদ(২২) পিতা আজিজুল ইসলাম এর অটো যোগে তার বন্ধু রাসেল(২২) পিতা আনিসুর রহমান, গ্রাম কাকডোব মধ্যপাড়া,মোহাম্মদপুর,ঠাকুরগাঁও সদর, শুক্রবার বিকেলে পীরগঞ্জ থুমনিয়া শালবনে যান। সেখানে ২ বন্ধু মদ্যপান করেন এবং ছবি তোলার জন্য নদীর ধারের দিকে যেতে থাকেন। যাওয়ার সময় পিছনে থেকে রাসেল ধারালো ছুরি দিয়ে সাহেদ কে আঘাত করে, এতে সে পিঠে ও হাতে আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হন। পরে সাহেদ, রাসেলের হাত থেকে ছুরি কেড়ে নিয়ে রাসেলকে উপর্য়ুপুরি আঘাত করেন ও রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে অটো চারজার যোগে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন। পুলিশ সাহেদকে আহতাবস্থায় আটক করে চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভরতি করে। শনিবার সকালে ধানক্ষেতে সাহেদের মৃতদেহ দেখতে পেয়ে এলাকার লোকজন থানায় খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার পূর্বক ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মরগে প্ররেন করে।এ ব্যাপারে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম বলেন, এ মূহুর্তে হত্যার বিষয়ে বিশেষ কিছু বলা যাচ্ছেনা, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Discussion about this post