আজম রেহমান, ঠাকুরগাঁও :
ঠাকুরগাও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়নে এক শিশু অপহরণের পর ধর্ষনের অভিযোগের মামলায় সাংবাদিকসহ তিন জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত।মঙ্গলবার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, ঠাকুরগাঁওয়ের আদালত এ আদেশ দেয়।
অভিযুক্তরা হলেন আনোয়ার হোসেন, শাহিন আলম, আশরাফুল ইসলাম।
জানাযায়, গত ৯ জুন ভোর ৬ টার দিকে দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী প্রতিদিনের ন্যায় ঘুম থেকে উঠে হাটাহাটির জন্য বাসা থেকে কিছু দূরে পাকা রাস্তায় যায়।
এসময় পূর্ব পরিকল্পিতভাবে মামলার আসামি আনোয়ার হোসেনের নেতৃত্বে অপর সহযোগী শাহীন আলম ও আশরাফুল ইসলাম ওই স্কুল পড়ুয়া শিক্ষাথীর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক মাইক্রোবাসে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
পরবর্তিতে এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে আনোয়ার হোসেন সহ ৫ বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
আদালত এজাহারটি আমলে নিয়ে তদন্তের জন্য রুহিয়া থানাকে নির্দেশ দেয়। রুহিয়া থানা পুলিশ প্রায় ৭ মাস ধরে ঘটনা তদন্ত করে আনোয়ার হোসেন, শাহিন আলম, আশরাফুল ইসলাম, শাহাজালালের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। পরবর্তিতে বিজ্ঞ আদালতের বিচারক মামলার ৪নং আসামী শাহাজালালকে উক্ত মামলা থেকে অব্যাহতি দিয়ে আনোয়ার হোসেন, শাহিন আলম ও আশরাফুল ইসলামের বিরুদ্ধে চার্জ গঠন পূর্বক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post