আজম রেহমান,ঠাকুরগাও: জেলার পীরগঞ্জ থানা পুলিশের পৃথক আভিযানে ২ মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই রতন চন্দ্র রায়ের এর নেতৃত্বে গুয়াগাঁও মোড় হতে ১৩ পিস টার্পেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী শাহরিয়া ইমন(২৫), পিতা মৃত শফিউর রহমানকে আটক করা হয়। পীরগঞ্জ থানার মামলা নং ০৫, তারিখ ০৫.০৫.২৪ইং।
এসআই রতন চন্দ্র রায়ের নেতৃত্বে অপর এক অভিযানে টার্পেন্টাডল বিক্রি কালে ২০ পিস অবৈধ ট্যাবলেটসহ মো: সালেহীন(২৫),পিতা দবিরুল ইসলাম, গ্রাম-চাঁদপুর কে রবিবার রাত ১১ টায় আটক করা হয়।
এ ব্যাপারে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা হয়েছে। পীরগঞ্জ থানার মামলা নং ০৬, তারিখ ০৬.০৫.২৪ ইং। আটক ২ মাদক ব্যবসায়ীকে ৬ মে ঠাকুরগাঁও আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post