ঠাকুরগাঁওয়ে ডেমোক্রেসি ওয়াচের জেলা নাগরিক প্লাটফর্ম গঠন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় লা রোজা চাইনিজ রেস্টুরেন্টে রূপান্তরের পক্ষে ডেমোক্রেসি ওয়াচের বাস্তবায়নে ও আস্থা প্রকল্পের সহযোগিতায় এ প্লাটফর্ম গঠিত হয়।
দল মত নির্বিশেষে জাতীয় যুব নীতি ২০১৭ বাস্তবায়ন এবং তৃণমূল পর্যায়ে যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্তকরণ ও দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে উক্ত প্লাটফর্ম গঠন করা হয়।
জেলা সমন্বয়কারী জুলিয়া আখতারের পরিচালনায় বাস্তবায়নকারী সংগঠনের পক্ষ থেকে সংস্থা এবং আস্থা প্রকল্প সম্পর্কে অবহিত করেন রংপুর বিভাগের ক্লাস্টার সমন্বয়কারী রেফায়েত আরা ঋতু। তিনি বলেন, নাগরিক প্লাটফর্মের বিশিষ্টজনরা এই যুব ফোরাম গুলোকে দিকনির্দেশনা ও সহযোগিতার মেলবন্ধন তৈরীর মাধ্যমে যুব নেতৃত্বর বিকাশ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখবেন।
এ সময় জেলার বিশিষ্ট পেশাজীবী প্রতিনিধি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, আইনজীবী, শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post