Print Date & Time : 25 August 2025 Monday 6:29 am

ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতির মৃত্যুতে ফখরুলের শোক

আজম রেহমান,ঠাকুরগাঁও:ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান মারা গেছেন। তার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

রোববার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ভারতের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন এ তথ্য জানান।

মির্জা ফয়সল আমীন বলেন, তৈমুর রহমান ক্যানসারসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে তিনি ক্যানসারের চিকিৎসার জন্য ভারতের মুম্বাইয়ে টাটা মেমোরিয়াল হাসপাতালে যান। সম্প্রতি সেখান তার অস্ত্রোপচার হয়। আগামী ৯ মার্চ সেখান থেকে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু আজ তিনি অসুস্থ হয়ে মারা যান। তার মৃত্যুতে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক প্রকাশ করেছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//