মৌলভীবাজার প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঠাকুরগাওয়ের নির্বাচনে উত্তেজনা সামাল দিতে গিয়ে গুলিতে এক শিশু নিহত হয়েছে। তদন্ত করে আমরা দেখবো সৈনিকের কোন গাফিলতি আছে কিনা। সৈনিকের গাফিলতি থাকলে আইনে আওতায় এনে বিচারে মুখামুখি করা হবে।
গত বৃহস্পতিবার মৌলভীবাজার পুলিশ লাইনে ৫কোট ২৮ লক্ষ টাকা ব্যায়ে নব নির্মিত নারী পুলিশ ব্যারাকে আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে সাংবাদিকদেও এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথাগলো বলেন
মন্ত্রী মৌলভীবাজার শহরের গোমড়া এলাকায় মৌলভীবাজার পুলিশ লাইনে পুলিশ সুপার মুহাম্মদ জাকারিয়া এর সভাপতিত্বে নব নির্মিত নারী পুলিশ ব্যারাকে আনুষ্ঠানিক উদ্ভোধন শেষে মতবিনিময় সভায় যোগ দেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন মৌলভীবাজার -হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান
দৈনিক দেশতথ্য//এল//