Print Date & Time : 13 September 2025 Saturday 2:37 am

ডলার ও ইউরোর বিপরীতে শক্তিশালী হচ্ছে রুবল


যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রাশিয়ার মুদ্রার বিনিময় হার চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দিনের লেনদেনে ডলারের বিপরীতে রুশ মুদ্রা রুবলের মান ৫ শতাংশ বেড়েছে। ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ ও পার্স টুডের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, বর্তমান বাজারমূল্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে রুবল। যা বিগত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া দিনের লেনদেনে ইউরোর বিপরীতে রুশ মুদ্রার মান ৯ শতাংশ বেড়েছে। সাত বছরের মধ্যে যা সর্বোচ্চ।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, দেশটির গ্যাসের মূল্য এবং বকেয়া করপোরেট কর রুবলে পরিশোধ করতে হবে বিদেশি কোম্পানিগুলোকে। এরপর থেকেই রুশ মুদ্রা ক্রমশও শক্তিশালী হয়ে উঠছে।

জা// দেশতথ্য //২০-০৫-২০২২//০৮.৪৯ পি এম