Print Date & Time : 13 March 2025 Thursday 11:33 am

ডাঃ রাশেদ ইউএইচএফপিও ফোরামের কেন্দ্রীয় নেতা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ফোরাম(ইউএইচএফপিও) কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারন সম্পাদক পদে নির্বাচিত হলেন ঝিনাইদহের কৃতি সন্তান ডাঃ রাশেদ আল মামুন। সাম্প্রতি রাজধানী ঢাকার কৃষিবিদ ইন্সিটিটিউটে ইউএইচএফপিও ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশের স্বনামধন্য ৪৬৪ জন চিকিৎসক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ডাঃ মামুন যুগ্ম-সাধারন সম্পাদক পদে প্রতিদ্বন্দিতা করে বিপুল ভোটে বিজয়ী হন।

ডাঃ মামুন ২৭তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার হিসেবে চাকুরিতে যোগদান করেন। তিনি বর্তমানে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কৃতিত্ব অর্জন করায়  ২ বার স্বাস্থমন্ত্রী জাতীয় পুরস্কার ও ১ বার  জরুরী প্রসূতি জাতীয় পুরুস্কারে ভূষিত হন।

ইউএইচএফপিও ফোরামের যুগ্ম-সাধারন সম্পাদকের দায়িত্বের পাশাপাশি ঝিনাইদহ জেলা বিএমএ’র সাধারন সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ইউএইচএফপিও ফোরামের যুগ্ম-সাধারন সম্পাদক নির্বাচিত হওয়ায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//