শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: দূর্বৃত্তদের গুলিতে খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এলাকার শরাফপুর ইউপি চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি (৪৫) খুন হয়েছেন।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার গুটুদিয়া ওয়াপদা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শেখ রবিউল ইসলাম রবি সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ গ্রহণ শেষে রাত সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলযোগে খুলনা মহানগরীর বাসায় ফিরছিলেন। পথিমধ্যে খুলনা সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া স্কুল সংলগ্ন এলাকায় পৌঁছালে ২/৩ জনের একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তিনি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল এ ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান।
তিনি জানান, জনপ্রিয় চেয়ারম্যান রবিউল ইসলাম রবিকে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। চিকিৎসাকরা জানিয়েছেন- তার দেহের বিভিন্ন স্থানে ৭টি গুলি লেগেছে।
এ তথ্য নিশ্চিত করে ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত কুমার সাহা জানান, তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post