শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার তেলিগাতি নদীতে ফের বড় কুমির ভাসতে ও চরে
অবস্থান নিতে দেখা গেছে। আর তা দেখতে নদীর দু’পাড়ে উৎসুখ জনতা ভিড় করছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার শোভনা ইউনিয়নের তেলিগাতি নদীতে ২০২২ সালের জুলাই মাসের প্রথম সপ্তাহে একাধিক বড় বড় কুমির
দেখা গিয়েছিল। এগুলো চরে উঠে কয়েকটি ছাগলও ধরে নিয়ে গিয়েছিল। ওই সময়
এলাকার নদীতে কুমির দেখে মানুষের মুখে মুখে আলোচনা ছড়িয়ে পড়েছিল। এ নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় ব্যাপক লেখালেখিও হয়েছিল।
এর ঠিক এক বছর পর রোববার (২ জুলাই) সকাল ১০টার দিকে আবারও বর্ষার পানিতে সেই তেলিগাতি নদীর বাগাছড়া কালি মন্দির ও জিয়েলতলা দুর্গা মন্দির এলাকায়
বড় কুমির ভাসতে দেখা গেছে। এরপর একটি কুমির অনেক সময় ধরে বাগছড়া এলাকার
নদীর চরে উঠে বসেছিল। পরে বিকেল ৪টার দিকে আবারো একই কায়দায় ভাসতে ও চলতে দেখা গেছে। এদিকে সেই কুমিরকে দেখতে ছোট-বড় অসংখ্য মানুষ নদী পাড়ে
আপেক্ষা করছেন।
এ ব্যাপারে তেলিগাতি নদীপাড়ের বাসিন্দা গাজী মাসুম বলেন, গতবছরও একই সময়ে তিনিসহ স্থানীয়রা নদীতে কুমির দেখেছিলেন। এবছর আবারো বড় কুমির আসায় মানুষ
খুব উৎসাহ নিয়ে দেখার জন্য অপেক্ষা করছে। তবে এলাকাবাসীর মধ্যে কিছুটা শংকা বিরাজ করছে বলেও দাবি করেন তিনি।
এ ব্যাপারে স্থানীয় শোভনা ইউপির চেয়ারম্যান সুরঞ্জিৎ বৈদ্য জানান, রোববার
সকাল থেকে বড় একটা কুমিরকে বাগাছড়া থেকে জিয়েলতলা এলাকা দিয়ে ঘুরতে-ফিরতে
দেখা যাচ্ছে। তবে এই কুমির আসায় ছোট জাল দিয়ে রেণু পোনা ধরা লোকসহ নদীর উপর নির্ভরশীলরা আর নদীর পানিতে নামতে সাহস পাচ্ছে না বলেও জানান তিনি।
তাছাড়া নদীতীরে কুমির দেখতে ভিড় জমানোর ব্যাপারেও স্থানীয়দের সতর্ক করা হয়েছে।
দৈনিক দেশতথ্য// এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post