Print Date & Time : 13 September 2025 Saturday 12:48 am

ডুমুরিয়ায় বিচিত্র বাছুরের জন্ম!

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়ায় বিচিত্র জোড়া লাগানো বাছুরের জন্ম দিয়েছে একটি গাভী । বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকালে এ বাছুরের জন্ম হয়।

খবর পেয়ে সরজমিনে গিয়ে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের ভদ্রদিয়া গ্রামের বাসিন্দা আবু তালেবের একটি গাভীর এক সাথে লাগানো অবস্থায় দুইটি বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চা দুইটির মাথা দুইটি, লেজ দুইটি, পা আটটি, পায়খানার জায়গা একটি, কান দুটো করে চারটি ও পেট দুটি রয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত বাচ্চা দুইটি জীবিত ছিল।

উপজেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ আরশাফুল কবির জানান, বিষয়টি লোকমুখে তিনি শুনেছেন। তবে এটি অপারেশন করা ব্যয় বহুল। ঢাকার বঙ্গবাজারস্থ সেন্টার ভেটেরিনারি হসপিটালেই এ অপারেশন করা হয়ে থাকে বলেও জানান তিনি।

দৈনিক দেশতথ্য//এসএইচ//