শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় দোলপূজার রং ছিটাতে গিয়ে ইঞ্জিন ভ্যান থেকে ছিটকে পড়ে অঙ্কুশ মণ্ডল (৯) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
অঙ্কুশ ডিকেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও কৃষ্ণনগর গ্রামেরবাসিন্দা লিটন মণ্ডলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, দোলপূজা উপলক্ষ্যে উপজেলার কৃষ্ণনগর গ্রামের অংকুশ মণ্ডলসহ কয়েকজন তরুণ ও শিশু-কিশোররা মিলে একটি ইঞ্জিনভ্যানে করে রং ছিটিয়ে বেড়াচ্ছিল। একপর্যায়ে তারা কৃষ্ণনগর নিমতলা থেকে বিশ্বাস পাড়ার
দিকে যাওয়ার পথিমধ্যে অঙ্কুশ নামের ওই শিশুটি ইঞ্জিনভ্যান থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post