শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: সোমবার (১৮ এপ্রিল) দুপুরে সরেজমিনে ডুমুরিয়ার কাঁঠালতলা টু কপিলমুনি ভায়া মাগুরখালী সড়কের ৩.৭০ কিঃ মিঃ চলমান সড়ক উন্নয়ন কাজ পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। এসময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট কতৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।
প্রসঙ্গত, চলতি অর্থ বছরে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা বাজার হতে আরএইচডি-কপিলমুনি জিসি ভায়া মাগুরখালী সড়কের ডুমুরিয়া অংশের কদমতলা বাজার হতে শিবনগর বাজার পর্যন্ত ১ কোটি ৭০লাখ ৩৮ হাজার ৯১৯ টাকা প্রাক্কলিত ব্যয় বরাদ্দে ৩.৭০ কিলোমিটার সড়ক উন্নয়নের কার্যাদেশ পায় মেসার্স রাকা এন্ড রফিকুল জেভি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান।
এসময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান বলেন, স্থানীয় এমপি মহোদয় সরেজমিনে কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন। তবে দু এক জায়গায় সামান্য ত্রুটি থাকলেও সেগুলো মেজর কোন সমসস্যা না। আকস্মিক পরিদর্শনকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, ডুমুরিয়া উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post