Print Date & Time : 13 September 2025 Saturday 12:31 pm

ডেঙ্গুতে খুমেক হাসপাতালে নারীর মৃত্যু, ভর্তি ১৭

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেফালী বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার মোঃ বারেকের স্ত্রী।

গতকাল শনিবার (২২ জুলাই) ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে ভর্তি হন তিনি। আজ রবিবার (২৩ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ তথ্য নিশ্চিত করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুভাষ রঞ্জন হালদার জানান, একদিনে হাসপাতালে ১৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।
এ নিয়ে হাসপাতালে সর্বোমোট ৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। আর গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

তিনি আরও জানান, চলতি বছর খুলনায় সর্বমোট ২২০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ১৭ জন রোগী ভর্তি হওয়ায় বর্তমানে হাসপাতালে ৫৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

দৈনিক দেশতথ্য//এস//