আন্তর্জাতিক প্রতিবেদক : ইরাকি সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ইসরায়েল অধিকৃত সিরিয়ার ভূখণ্ড গোলান মালভূমিতে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত ও আহত হয়েছে ২৪ জন সেনা সদস্য।
এদের মধ্যে দকয়েকজনের অবস্থা গুরুতর । খবর টাইমস অব ইসরায়েল।
সংবাদমাধ্যমটি ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) বরাতে বলছে, ইরান সমর্থিত ওই গোষ্ঠীর হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত ওই দুই সেনা হলেন- সার্জেন্ট দানিয়েল আবিব হাইম সোফার (১৯) এবং করপোরাল তাল দ্রোর (১৯)।
হাইম সোফার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর গোলান ব্রিগেডের ১৩তম ব্যাটালিয়নের সদস্য। আর তাল দ্রোর একই ব্রিগেডের আই বিশেষজ্ঞ।
আইডিএফ প্রাথমিক তদন্তে দেখেছে, ইরাক থেকে বিস্ফোরকবোঝাই দুটি ড্রোন পাঠিয়ে পৃথক দুইটি হামলা করা হয়েছিল। এই ড্রোন দুটির একটিকে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গুলি করে ভূপাতিত করে। কিন্তু দ্বিতীয় ড্রোনটি কয়েক মিনিট পরে উত্তর গোলান মালভূমির একটি সেনাঘাঁটিতে আঘাত হানে।
প্রথম মনুষ্যবিহীন ড্রোনটি ইসরায়েলি আকাশসীমায় প্রবেশের পরপরই গোলান মালভূমিতে অবস্থিত বেশ কয়েকটি বিপৎসংকেত বেজে ওঠলেও দ্বিতীয় ড্রোনটি শনাক্ত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যর্থ হয় বলে জানিয়েছে এইডিএফ।
এদিকে এই হামলার দায় স্বীকার করেছে ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী। তারা বলেছে, উত্তর ইসরায়েলের তিনটি অবস্থান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল।
হা/05/10/24 dtbangla
প্রিন্ট করুন
Discussion about this post