Print Date & Time : 23 August 2025 Saturday 11:26 pm

ড. সৈয়দ জামিল আহমেদ এর সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সাক্ষাৎ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড মিউজিক বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্য পরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ এর সাথে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রোববার ১৯ মে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ড. সৈয়দ জামিল আহমেদ একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সাথে লোকসংস্কৃতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা, মতবিনিময় ও তথ্যচিত্র নির্মাণের জন্য সাক্ষাৎকার নিয়েছেন। এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক ড. সৈয়দ জামিল আহমেদকে ড. হরিশংকর জলদাসের লেখা গ্রন্থ লোকবাদক বিনয়বাঁশী বইটি উপহার হিসেবে প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সভাপতি অনুপম বড়ুয়া পারু, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী শ্রী বিপ্লব জলদাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী দোলন জলদাস প্রমূখ। বিজ্ঞপ্তি