কুষ্টিয়ার মিরপুরে অস্বচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতি।
সমিতির সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব টিপু সুলতান জানিয়েছেন, ঢাকাস্থ মিরপুর উপজেলা সমিতি এলাকার উন্নয়ন ও জনহিতকর কাজের জন্য সদা তৎপর। করোনা কালীন সময়েও আমরা এলাকায় ত্রাণ দিয়েছি। মিরপুর হাসপাতালে অক্সিজেন প্লান্ট স্থাপনের সময় ছয় লাখ টাকা অনুদান দিয়েছি।
এবার ঈদ উপলক্ষে মিরপুরের সকল ইউনিয়ন ও পৌরসভা প্রতি ১০০জন অস্বচ্ছল ব্যাক্তিকে ঈদ সামগ্রী উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত বাস্তবায়নে ১৯ ও ২০ এপ্রিল প্রায় দেড় হাজার প্যাকেট মিরপুরে বিতরণ করা হয়েছে।
এরই অংশ হিসেবে মিরপুর পৌরসভার ১০০জন অস্বচ্ছল ব্যাক্তির মাঝে সমিতির দেওয়া ঈদ উপহার বিতরণ করেছে মিরপুর প্রেসক্লাব।
গতকাল বৃহস্পতিবার সকালে সুলতানপুর সিদ্দিকীয়া সিনিয়র ফাযিল মাদরাসা চত্বরে এসব ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন মিরপুরের নির্বাহী অফিসার হারুন অর রশিদ।
এ উপলক্ষে আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মহাম্মদ আলী জোয়ার্দ্দার, প্রেসক্লাবের সাধারন সম্পাদক রাশেদুজ্জামান রিমন, পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন, পৌর কাউন্সিলর রেজাউল করিম রেজা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আছাদুর রহমান বাবু, সদস্য আশরাফুল আলম হীরা প্রমুখ।
এবি //দৈনিক দেশতথ্য // এপ্রিল ২০,২০২৩//
প্রিন্ট করুন
Discussion about this post