রোজা ও ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা নানা উদ্যোগ গ্রহন করছেন। মহাসড়কে চাঁদাবাজি বন্ধে টহল ব্যবস্থা জোরদার করে পুলিশ সাঁড়াশি অভিযানে নেমেছেন। পুলিশের এমন কাজের জন্য স্বস্তি প্রকাশ করেছেন পরিবহন শ্রমিক এবং সাধারন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেই কোন যানজট। রোজা ও ঈদকে ঘিরে যাত্রী এবং পরিবহন শ্রমিকদের যাতে কেউ হয়রানী করতে না পারে সে জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অভিযানে নেমেছেন বলে গোড়াই হাইওয়ে থানা পুলিশ জানিয়েছেন।
গোড়াই হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর হক জানান, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, পুলিশের মহাপরিদর্শক এবং হাইওয়ে পুলিশ সুপার এবং মহাপরিচালকের দিক নির্দেশনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর থানার গোড়াই হাইওয়ে থানা পুলিশ মহাসড়কের কারিয়াকৈর থেকে করটিয়ার মাদারজানি পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পরিবহন সেক্টরে চাঁদাবাজি হচ্ছে কিনা তারা নজরদারী করছেন। পরিবহন সেক্টরের এই চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোন সদস্য এবং অন্য কোন সংস্থা জড়িত থাকলে তাদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না। তাদরে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।
এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদাবাজি বন্ধ থাকায় সাধারন যাত্রী ও পরিবহন শ্রমিকরা খুঁশি। তারা সরকার ও পুলিশের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন।
এবি//দৈনিক দেশতথ্য//০৮ এপ্রিল,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post