ভুল তো মানুষেই করে। এতে আবার আলোচনা সমালোচনার কি আছে।
না এতে দোষের কিছু নেই। যদি এটা সাধারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানের করা ভুল হতো। এভুল করেছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১৩ অক্টোবর ২০২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের
ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার মান উদ্বেগজনক।৮ লাইনের বিজ্ঞপ্তিতে বাইশটি ভুল বানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অফ সোস্যাল সায়েন্স এর চেয়ার পার্সন অধ্যাপক ড. শায়লা শারমিন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাত লাইনের ওই বিজ্ঞপ্তিতে বাইশটি ভুল বানান করা হয়েছে।
এনিয়ে বিভিন্ন মিডিয়ায় ব্যপক সমালোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন ওই বিজ্ঞপ্তি তো অধ্যাপক লেখেননি। লেখেছেনে তার কোনো এক সহকারী। তাহলে এ ভুলের দায় তার ঘাড়ে উঠবে কেন? আমিও তাই মনে করি। তবে সাক্ষরের আগে তিনি একবার পড়েন নি তাই বা কেমন করে হয়?
যে বানানগুলোকে ভুল হিসেবে ধ্অরা হচ্ছে নিম্নরূপ। প্রথমে ভুল বানান পরে সঠিক বানান কি হতে পারতো সে পরামর্শ দেওয়া হয়েছে।
১. ২৭ আশ্বিন:> ২৭শে আশ্বিন (বাংলা একাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়)
২. ১৩ অক্টো:> ১৩ই অক্টো: (বাংলা একাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়)
৩. স্বশরীরে> সশরীরে
৪. ক্লাশে> ক্লাসে
৫. অংশগ্রহনের> অংশগ্রহণের
৬. ১৮ অক্টোবর> ১৮ই অক্টোবর (বাংলা একাডেমি ও জনপ্রশাসন মন্ত্রণালয়)
৭. স্বশরীরে> সশরীরে
৮. ক্লাশ> ক্লাস
৯. কাউন্সিল এর> কাউন্সিলের/ কাউন্সিল-এর
১০. স্বশরীরে>সশরীরে
১১. ক্লাশে> ক্লাসে
১২. অংশগ্রহন> অংশগ্রহণ
১৩. গ্রহনের> গ্রহণের
১৪. গ্রহনের> গ্রহণের
১৫. প্রমানপত্রের> প্রমাণপত্রের
১৬. ক্লাশ> ক্লাস
১৭. কোন> কোনো
১৮. গ্রহনের> গ্রহণের
১৯. প্রমানপত্র> প্রমাণপত্র
২০. কোন> কোনো
২১. ক্লাশে> ক্লাসে
২২. পারবেনা> পারবে না
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post