Print Date & Time : 11 September 2025 Thursday 11:30 pm

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে চীন যুদ্ধ শুরুতে দ্বিধা করবে না

চীন হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে বেইজিং ‘যুদ্ধ শুরুতে দ্বিধা করবে না।’ শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম মুখোমুখি আলোচনায় চীনা প্রতিরক্ষামন্ত্রী এই হুঁশিয়ারি দিয়েছেন।

চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেংহে বলেছেন, ‘যদি কেউ চীন থেকে তাইওয়ানকে বিভক্ত করার সাহস করে, তবে চীনা সেনাবাহিনী অবশ্যই যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না, তাতে খরচ যাই হোক না কেন।’

চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনকে চীনা মন্ত্রী বলেছেন বেইজিং ‘তাইওয়ানের স্বাধীনতা’ চক্রান্তকে নস্যাৎ করে দেবে এবং মাতৃভূমির একীকরণকে দৃঢ়ভাবে সমর্থন করবে।’

ফেংহে জোর দিয়ে বলেছেন, ‘তাইওয়ান চীনের তাইওয়ান… তাইওয়ানকে ব্যবহার করে চীনকে কখনোই ধরে রাখা যাবে না।’

স্বশাসিত তাইওয়ানকে বেইজিং তার এলাকা হিসাবে দেখে এবং প্রয়োজনে বলপ্রয়োগ করে একদিন এটি দখল করে নেওয়া হবে বলে বহুবার ঘোষণা দিয়েছে।

জা//দেশতথ্য/১০-০৬-২০২২//০৯.১৩ পিএম