সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ সাপাহার সদর ইউনিয়নের করলডাংগা মৌজায় অবস্থিত জনসাধারনের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে করলডাংগা গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বাদী হয়ে গতকাল উপজেলা নির্বাহী অফিসার সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
দাখিলকৃত অভিযোগ সুত্রে জানাগেছে ওই সম্পত্তির উপর ৭০-৮০ বছরের পুরাতন রাস্তা ছিল যার উপর দিয়ে এলাকার শত শত মানুষ চলাচল করে আসছিল। রাস্তাটির কিছু অংশ বাদীর নিজস্ব জমির উপর রয়েছে। এদিকে গত কয়েকদিনের মধ্যে পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষের সোলেমান হোসেন, পিতা: মৃত মঞ্জুর গোয়াল, সাং-কালীনগর, থানা: শিবগঞ্জ, জেলা: চাঁপাই নবাবগঞ্জ, হাদি ও বাবু, উভয় পিতাঃ মোঃ সোলেমান হোসেন, সাং-সাপাহার গণ কাউকে কিছু না বলে জোর পুর্বক এলাকাবাসীর চলাচলের ওই রাস্তাটি তারকাঁটার বেড়া দিয়ে ঘিরে দিযে রাস্তা বন্ধ করে চলাচলে চরম বিঘ্ন সৃষ্টি করেছে। তারা এলাকাবাসীর বাঁধা উপেক্ষা করে রাস্তার উপর মাটি ফেলে রাস্তা ভরাট করার চেষ্টা করছে।
খবর পেয়ে বাদী ঘটনাস্থলে গিয়ে তাদের বাধা দিলে তাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা চালায়। পরবর্তীতে সেখানে গেলে তারা প্রাণনাশের ভয়ভীতি প্রদর্শন করে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। ওই এলাকার সাধারণ জনগনের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তির সৃষ্ঠি হয়েছে।
এ বিষয়ে প্রতিপক্ষের সোলাইমান আলীর সাথে কথা হলে তিনি বলেন, ওখানে কোন রাস্তা ছিলোনা। আমরা বাসা বাড়ি নির্মান করার পর সুবিধা মত ভাবে রাস্তা ছেড়ে দিব।
দৈনিক দেশতথ্য//এসএইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post