Print Date & Time : 12 September 2025 Friday 9:40 am

তালাকপ্রাপ্তাকে ধর্ষণ চেষ্টা: ইউপি সদস্য শ্রীঘরে

নওগাঁ:

নওগাঁর পত্নীতলায় তালাকপ্রাপ্ত এক নারীকে ধর্ষণ চেষ্টাকালে আনারুল ইসলাম (৪৫) নামের এক ইউপি সদস্যকে আটক করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে আটক ইউপি সদস্যকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে মামলা করলে পরে তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে তালাকপ্রাপ্ত হওয়ার পর থেকে ভুক্তভোগী নারী নির্মইল ইউনিয়নের গোবিন্দবাটি গ্রামে বাবার বাড়িতে থাকেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই নারীর বাড়িতে যান ইউপি সদস্য আনারুল। গল্পের ছলে তার দাদী ও ছোট ভাইকে পান ও সিগারেট আনতে গ্রামের দোকানে পাঠিয়ে দেয়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আনারুল ভুক্তভোগীকে ধর্ষণ করার চেষ্টা করেন। এসময় তার চিৎকারে গ্রামের লোকজন এসে আনারুলকে আটক করে। পরে পত্নীতলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসে।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন বলেন, রাতেই ধর্ষণের চেষ্টাকারী আনারুল ইসলামকে আটক করা হয়েছে এবং আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এবং ভুক্তভোগী ওই নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নওগাঁ হাসপাতালে পাঠানো পাঠানো হয়েছে।

 এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৯,২০২৪//