আল হেলাল সুনামগঞ্জ প্রতিনিধি : “আমরা বিশ্বাস করি পরিবর্তনে আমরা বিশ্বাস করি সফলতায়” এই শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে তিয়ানশী বাংলাদেশ কোম্পানী লিমিটেড এর উদ্যোগে এক উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাছনরাজা মিলনায়তনে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কোম্পানীর গোল্ডেন লায়ন লিডার ও কান্ট্রি লেভেল ট্রেইনার মোঃ পারভেজ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানীর ব্রোঞ্জলায়ন লিডার মোঃ আলম হোসাইন। কোম্পানীর এইট স্টার লিডার মোঃ আল আমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ব্রোঞ্জলায়ন লিডার দীপঙ্কর দাস দ্বীপ,এইট স্টার লিডার মোস্তফা হোসেন,নাদিয়া বেগম,সেভেন স্টার লিডার মোছাঃ মান্না বেগম,সিক্স স্টার লিডার মোঃ সাইফুর রহমান ও মামুন হোসেন প্রমুখ।
ড্রিম টাচ উইনিং প্রসেস গ্রুপ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা কোম্পানীর বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। তারা বলেন,বাংলাদেশে বেকারত্ব দূর করাই হলো সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে উপস্থিত জেলার বিভিন্ন টিমলিডারগন কোম্পানীকে কেন্দ্র করে তাদের কর্মতৎপরতা ও স্বনির্ভরতা অর্জনের বিভিন্ন বাস্তব কাহিনী স্বমহিমায় উপস্থাপন করেন।
উল্লেখ্য টিয়েন্স একটি চীনা বহুজাতিক এলএলএম কোম্পানী যা স্বাস্থ্যপণ্য,খাদ্য তালিকাগত সম্পূরক এবং চাইনিজ আকুপাংচার থেরাপি সরঞ্জাম তৈরী করে। এটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কোম্পানী বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের পণ্য সরাসরি বিক্রয় বা নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতির মাধ্যমে সরবরাহ করে থাকে। এর সদর দপ্তর চীনের তিয়ানজিনে এবং রাজধানী ঢাকার গুলশানে বাংলাদেশী শাখার কার্যালয় রয়েছে।

Discussion about this post