শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার হাতীবান্ধা উপজেলা সিঙ্গিমারী ইউপির তিস্তা নদীতে ১৬/২০ জন কৃষি শ্রমিক নিয়ে নৌকা ডুবে যায়। এ ঘটনায় ৩জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।
আজ রবিবার সকাল ৯ টায় নৌকা ডুবের ঘটনা ঘটে।
নিখোঁজদের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- কৃষিশ্রমিক ফজলু(৫৯) ও আহেদুল (৫০) এদের বাড়ি পাশের দক্ষিণ গড্ডিমারী গ্রামে। তৃতীয় নিখোঁজ ব্যক্তি শফিকুল ইসলাম (৪৮)। সে হাজীর মোড় গ্রামের বাসিন্দা।
জানা গেছে, কৃষিকাজ করতে ১৬/২০ জন কর্মকর্তা আজ রবিবার (৯ জুলাই) সকাল ৯টায় হাতীবান্ধা উপজেলার ধুবনি গ্রামের হাজীর মোড়ে তিস্তা নদীতে ছোট নৌকায় করে নদীর ওপারে কাজে যাচ্ছিল। নৌকাটির ধারন ক্ষমতা ছিল ১০/১২ জনের কিন্তু অতিরিক্ত কৃষি শ্রমিক নিয়ে পাড়ি দিয়ে গিয়ে এই নৌকা ডুবি ঘটে।
নৌকা ডুবির ঘটনায় তিস্তা নদী পাড়ের গ্রামটিতে শোকের ছায়া নেমে এসেছে। তিস্তা নদীতে তীব্রস্রোত থাকায় স্থানীয়রা নিখোঁজ ব্যক্তি ও নৌকাটি উদ্ধারে তেমন সুবিধা করতে পারছে না। এদিকে রংপুর হতে উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের টিম এসেছে। টিমে কোন ডুবুরী না থাকায় উদ্ধার অভিযান ব্যহ্নত হচ্ছে। তবে অন্যত্র হতে ফায়ার সার্ভিসের ডুবুরি আসছে বলে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ মনির জানান। এ ঘটনার পর পর হাজার হাজার মানুষ নদী পাড়ে ভীড় করছে। স্বজনদের কান্নায় তিস্তা পাড়ের বাতাস ভারি হয়ে আসছে।
প্রত্যক্ষদর্শী জগদীশ বলেন,নদী পার হয়ে আমন ধানের চারা লাগাতে গিয়ে নৌকা ডুবে যায়। বয়স্ক তিনজন ডুবে যায়। এখোন তাদের খোঁজ পাওয়া যায়নি। সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, নৌকাডুবির খবর শুনে, এখন ঘটনাস্থলে রয়েছি।
দৈনিক দেশতথ্য// এইচ//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post