Print Date & Time : 5 July 2025 Saturday 1:32 am

তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হলো মিলন মেলা উত্তরের ডাক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : ‘পাহাড় নদী হিমেল হাওয়ায়-আড্ডা হবে তেঁতুলিয়ায়’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি ব্যাচ-৮৮’র জাকজমকপূর্ণ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

শুক্রবার উপজেলার ডাকবাংলোর পিকনিক কর্ণারে বাংলাদেশ ৮৮ পঞ্চগড় জেলা প্যানেলের আয়োজনে অনুষ্ঠিত হয় দিনব্যাপী অনুষ্ঠান উত্তরের ডাক। সকালে এক বর্ণাঢ্য আনন্দ র্যালী শেষে অনুষ্ঠানটির আহবায়ক আকরাম হোসেন জাকারিয়ার সঞ্চালনায় শুরু হয় পরিচিতি পর্ব, কম্বল বিতরণ, আলোচনা সভা ও সন্ধ্যায় সংগীতানুষ্ঠান।

পলিথিন বর্জনের লক্ষে পরিবেশ বান্ধব এক ব্যতিক্রম মিলন মেলার আয়োজন করা হয়। উত্তর সীমান্তে অনুষ্ঠানটি আয়োজন করায় নাম দেয়া হয় উত্তরের ডাক। আর এই উত্তরের ডাকে অংশ নেন দেশ জুড়ে ছড়িয়ে থাকা কয়েক শতাধিক নারী-পুরুষ।

যারা বিগত ৩৩ বছর আগে ১৯৮৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। অনুষ্ঠানে তারা মিলিত হতে পেরে আনন্দে আপ্লুত হয়ে স্মৃতিচারন করে আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। উত্তরের ডাক অনুষ্ঠানটি পরিবেশ বান্ধব হিসেবে ৮০-৯০ দশকের গ্রামীণ পটভূমির আলোকে সাজানো হয়। নির্মাণশৈলীতে ব্যবহার করা হয় বাঁশ। প্রতীকী রূপ দেয়া হয় কালের বিবর্তণে হারিয়ে যাওয়া যাত্রাপালার প্যান্ডেল। মাটির সানকি ও কলাপাতায় খাবার পরিবেশন করা হয়। আর কাগজের থালায় শীতের হরেক রকমের পিঠাপুলি দেয়া হয়েছে।

বাংলাদেশ ৮৮’র পঞ্চগড় জেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম সোহাগ বলেন, আমাদের এসএসসি ৮৮ এর ব্যাচটি সারাবাংলায় বন্ধুদের সাথে যোগাযোগ ও মানবিক সেবায় কাজ করে আলোড়ন সৃষ্টি করেছে। ভবিষ্যতে এরকম কাজ করে যাবে। অনুষ্ঠানটির আহবায়ক আকরাম হোসেন জাকারিয়া বলেন তেঁতুলিয়ার বন্ধুরা দীর্ঘ একমাস পরিশ্রমের মাধ্যমে সাফল্যমন্ডিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি। সন্ধ্যায় ঠাকুরগাঁও বেতার শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় দিনব্যাপী এই ব্যতিক্রম আয়োজন।

এস কে দোয়েল/ পঞ্চগড়/ ২৬/১১/২১