পাইকগাছার পাটকেলপোতা দাখিল মাদ্রাসার সাকিবুল ইসলাম কোরআন তেলোয়াত প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৩ টায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসন তাকে কোরআন তেলাওয়াতে শ্রেষ্ঠ নির্বাচিত করেন। এর পর তাকে জেলা ভিত্তিক খুলনার শ্রেষ্ঠ নির্বাচিত করা হয় বলে পাটকেলপোতা মাদ্রাসার সুপার বিষয়টি নিশ্চিত করেন।
সাকিবুল ইসলাম উপজেলার পাটকেলপোতা দাখিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র। সে পাটকেল পোতা গ্রামের মোঃ শাহমত আলী মোড়ল ও মাতা মোছাঃ আকলিমা বেগমের ছেলে।
বিজয়ী সাকিবুল তার সাফল্যে পিতা-মাতা ও মাদ্রাসার শিক্ষক মন্ডলীদের অবদানের কথা জানান। সে সকলের কাছে দোয়া প্রার্থী।
এবি//দৈনিক দেশতথ্য//মে ২৯,২০২২//
প্রিন্ট করুন
Discussion about this post