গত বৃহস্পতিবার থানাপাড়ার সেই ক্রিসেন্ট ক্লাবের পাশে অভিক লেনে এক কলেজ শিক্ষার্থীর মোবাইল ছিনতাই হয়। মোটরবাইকে আসা অজ্ঞাতনামা দুই কিশোর চলন্ত অবস্থায় তার হাতে রাখা মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়রা ধাওয়া দিলে তারা দ্রুত বেগে বাইকে পাবলিক লাইব্রেরি গলি দিয়ে পালিয়ে যায়। স্থানীয় ব্যবসায়ী রনি আহমেদ বলেন, ” হুডি পরায় তাদের চেহারা পেছন থেকে দেখে চেনা যায়নি, তবে তাদের রাস্তা অতি পরিচিত না হলে এই চিপা গলি দিয়ে এতো দ্রুত বাইক চালানো অসম্ভব “
একই এলাকার আশরাফুল ইসলাম অনিক জানায়, লাইব্রেরি টু অভিক লেনের এই মহল্লা টুকুতে ঘনবসতি হওয়ায় প্রায়শই চুরি ছিনতাই বেড়ে গেছে। উঠতি বয়সী কিশোর বাইকাররা তাদের কিশোর গ্যাং পরিচালনায় অর্থ জোগান দিতে নির্ভয়ে এসব করে বেড়াচ্ছে।
খোজ নিয়ে জানা যায় এলাকায় পোষ্ট অফিস, রেল লাইনের ধার, থানাপাড়া বাধ ও অন্যান্য পরিত্যক্ত স্থানে অল্প বয়সী ছেলেদের দলদেখে ঘোরাঘুরি, জোরে বাইক চালানো, মিউজিক বক্স বাজিয়ে শব্দ দূষণ করে নিজেসের গ্যাং সদস্যের সংখ্য ও আধিপত্যের জানান দিয়ে অপরাধ প্রবণ কর্মকান্ডে অগ্রগামী হচ্ছে ৷ এক ডজন কিশোর গ্যাং এর সদস্য গ্রেপ্তার হলেও লঘু অপরাধের কারণে দ্রুত জামিনে ছাড়া পেয়ে পুনরায় চুরি ছিনতাই করে বেড়াচ্ছে।
স্থানীয় যুবক ও সাবেক ক্রীড়াবিদ নাদিমুজ্জামান তনু জানায় তার বোনের ছিনতাই এর ঘটনা পূর্বে গত মাসে তার চাচার নির্মানাধীন বাসভবনের ভেতর থেকে লক্ষাধিক টাকার টাইলস ও নির্মাণ সামগ্রী চুরি হয়।
ছিনতাই এর ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেছে ছিনতাই এর ভুক্তভোগী সহোদর বড়ভাই। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, জানিয়েছেন বিষয়টি তারা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নিবেন, এধরণের যেকোনো চুরি ছিনতাই এ ঘটনা ঘটলে ৯৯৯ কল করে দ্রুত তথ্য পাঠাবেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২ ফেব্রুয়ারী ২০২৩
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post