সিলেট অফিস: দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে হিট স্ট্রোকে মো. আবু হানিফ মিয়া (৩৪) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মারা যাওয়া আবু হানিফ মিয়া হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামের মো করম আলীর ছেলে।
রোববার সকাল ১১টার দিকে নগরীর দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।
দক্ষিণ সুরমা থানার ওসি) ইয়াররদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে আবু হানিফ মিয়া নামে ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে এবং তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২১ এপ্রিল ২০২৪

Discussion about this post