Print Date & Time : 14 September 2025 Sunday 1:56 am

দক্ষিণ সুরমায় রেললাইনে পা-কাটা লাশ

সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারের লালমাটিয়ায় রেললাইনে দুই পা কাটা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তিনি বলেন- স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে আমাদের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে। অনুমানিক ৪০ বছর বয়েসি এই পুরুষের মরদেহের দুই পা ট্রেনের নিচে কাটা পড়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, মারা যাওয়া ব্যক্তি কয়েকদিন ধরে লালমাটিয়া এলাকায় ঘুরোঘুরি করছিলেন। তবে তার নাম ঠিকানা কেউ জানেন না।

দৈনিক দেশতথ্য//এইচ/