Print Date & Time : 24 August 2025 Sunday 4:02 pm

দয়রামপুর সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে দুই দিন ব্যাপী রাধাকৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠিত

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধঃ কুমারখালীতে দয়রামপুর ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ ও জাতির মঙ্গলার্থে শ্রী শ্রী রাধা কৃষ্ণের লীলা কীর্তন অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৩মে) অরুণাদায় থেকে শুরু হয়ে কীর্তন চলবে শুক্রবার পর্যন্ত। 

শনিবার কুঞ্জ ভঙ্গ ও নগর কীর্তনের মাধ্যমে মহাপ্রভুর শুভ ভোগরাগ এবং তৎপরবর্তীতে ভক্ত গনের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি হবে মহতী এই অনুষ্ঠানের।

মহতী এই অনুষ্ঠানকে ঘিরে দূর-দূরান্ত থেকে আসা সনাতনী ভক্তবৃন্দের আগমনে ইতোমধ্যে ধর্মীয় ভাব গাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে দয়রামপুরের ঘোষপাড়ায়।

কীর্তনীয়াদের পরিবেশনা ও আগত ভক্তবৃন্দের মূহর মূহর হরি বোলের সাথে উলুর ধ্বনিতে মুখোর দয়রামপুর ঘোষপাড়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণ। কীর্তনীয়া দের সুরেলা কীর্তনের  সাথে বাজীয়া দের চমৎকার তাল ও লয়ে নব বৃন্দাবনের আনন্দধারায় ভাসছেন ভক্তবৃন্দ।

শ্রী শ্যামল কুমার ঘোষের সভাপতিত্বে ও দয়রামপুর সনাতনী  ভক্তবৃন্দের আয়োজনে লীলা কীর্তনের সার্বিক তত্ত্বাবধান করছেন দয়রামপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটি।

দয়রামপুর সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি শ্রী শ্যামল কুমার ঘোষ বলেন এই ধরনের ধর্মীয় অনুষ্ঠান মানুষে মানুষে বিভেদ ও জাগতিক সকল বাসনা উতরে সকলকে পারমার্থিক জগতে পৌঁছে দেবে। স্রষ্টার সান্নিধ্য পাবে মানুষ।

সকল পূর্ণকামী ভক্তবৃন্দের সহযোগিতা নিয়ে প্রতিবছরই এই অনুষ্ঠানের আয়োজন করতে চান বলেও জানান অনুষ্ঠান সংশ্লিষ্টরা।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য,২৩ মে ২০২৪