শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: জাতীয় নির্বাচনকে মাথায় রেখে দলকে সুসংগঠিত করে চতুর্থবারে মতো শেখ হাসিনাকে ক্ষতায় আনতে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২ জুন) খুলনা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সকাল সাড়ে ১১টায় খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর সঞ্চলনায় মহানগরীর ইউনাইটেড ক্লাবে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ, খুলনার সংসদ সদস্য, নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের কার্যকরী কমিটির সভাপতি সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post