Print Date & Time : 12 September 2025 Friday 6:28 pm

দশমিনায় পানিতে ডুবে  শিশুর মৃত্যু 

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালীঃ
পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে মিনহাজ হোসেন নামে এক তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে। 
বুধবার বিকাল সড়ে ৪ টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে।
মৃত্যু মিনহাজ হোসেন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর বাঁশবাড়িয়া গ্রামের মো. কবির চৌকিদারের ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ভাত খেয়ে বাসার সামনের উঠানে খেলাধুলা করতেছিলেন৷ পরে ওই শিশুকে  বিকেলে তার মা দেখতে না পেয়ে ডাক চিৎকার করেন, তাৎক্ষণিক  পরিবারের বাকি সদস্যরা ও  স্থানীয়রা বহু খোঁজা খুজি শুরু করেন। খোঁজা খুজির এক পর্যায়ে দেখতে পায় ডোবার পানিতে ভাসতে দেখে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যর চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বিষয়টা নিশ্চিত করেন।

সোহাগ//জুন ০৫,২০২৪//