পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে মাদকসহ দুইজনকে আটক করেছে বিজিবি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮ টায় দহগ্রাম থেকে পাটগ্রাম আসার পথে বিজিবির চেকপোস্টে দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ইসলামপুর এলাকার কামরুজ্জামানের ছেলে আমিনুর রহমান (২০) ও একই এলাকার আব্দুল মোন্নাফের ছেলে আব্দুর রহিমকে (৩৭) আটক করা হয়।
দহগ্রাম বিজিবি জানায়, শনিবার রাতে দহগ্রামের তিনবিঘা করিডোর চেকপোস্টে টহলত অবস্থায় একটি ইজিবাইককে থামানো হয়। এ সময় ইজিবাইকের যাত্রী আমিুনর রহমান কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিজিবি তাদেরকে আটক করে ও আমিনুর রহমান এবং চালক আব্দুর রহিমের সাথে থাকা দুইটি স্কুল ব্যাগ তল্লাশী করে।
এ সময় ৪ হাজার ৩৮০ টি ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাবল ট্যাবলেট পাওয়া যায়। এসব ট্যাবলেটের দাম ৮ লাখ ৭৬ হাজার টাকা। রাতেই রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের দহগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোস্তফা কামাল বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছ। আটককৃতদেরকে পাটগ্রাম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ‘দহগ্রাম বিজিবি ক্যাম্পের বিজিবির মাদকের মামলায় আসামী দুইজনকে লালমনিরহাট আদালতে পাঠানো হয়েছে।
Discussion about this post