শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি:
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে সাঈদসহ চক্রের ৫ সদস্যদের গ্রেপ্তার করেছে র্যাব-৬ সদস্যরা।
সোমবার (১৮ মার্চ) রাতে তেরখাদা উপজেলার নিশিপুর এলাকার একটি টিনশেড বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, তেরখাদা উপজেলার মল্লিকপুরের মোঃ আবু সাঈদ মোল্লা(৩৪), মোঃ করিম মোল্লা(৩৬), মোঃ তরিকুল ইসলাম(৩৫), মোঃ রাজিব শেখ(২৮) ও মোঃ শরিফ গাজী(২৮)
মঙ্গলবার ( ১৯ মার্চ) এ তথ্য জানিয়ে র্যাব-৬ খুলনা কার্যালয়ের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল তেরখাদা উপজেলার নিশিপুর এলাকার একটি টিনশেড বিল্ডিং এর ভিতরে অভিযান পরিচালনা করে। এ সময় প্রধান আসামী মোঃ আবু সাঈদ মোল্লার কাছ থেকে ২টি পাইপগান ও অন্যান্য আসামীদের কাছ থেকে ২টি ককটেল উদ্ধার করা হয়।
সর্বশেষ জব্দকৃত আলামত ও ডাকাত দলের সদস্যদের তেরখাদা থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post