Print Date & Time : 24 August 2025 Sunday 11:33 pm

দাকোপে বিদ্যুৎস্পৃষ্টে পুত্রবধূ-শাশুড়ির মৃত্যু

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: খুলনার দাকোপে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুত্রবধূ ও শাশুড়ির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার হরিণটানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার লাউডোব ইউনিয়নের হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী চপলা গাইন(৬৫) ও তার পুত্রবধূ টুম্পা গাইন(৩৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব ঠেকাতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া ছিল। সকালে শাশুড়ি চপলা গাইন ওই ধান ক্ষেতের আইলে সব্জি তুলতে গেলে বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। চিৎকার শুনে শাশুড়িকে বাঁচাতে পুত্রবধূ টুম্পা গাইন এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই উভয়ের মৃত্যু হয়।

লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

এব্যাপারে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//