টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার পূঁজা মন্ডপ ও কুমুদিনী কমপ্লেক্্র পরিদের্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত অষ্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার, সুইজারল্যান্ডের এ্যাম্বাসিডর মিসেস নাথিলি চুয়ার্ড, কনসোলার মি. ইরোজ রোবাইনি, ব্রিটিশ হাইকমিশানার রোবার্ট ক্যাটারটন ডিকসন এবং নরওয়ের এ্যাম্বাসিডর ইসপ্যান রিকটার স্পেনডেশন এবং ডেপুটি হেড অব মিশন মিসেস স্যাটাজি ফিনেজ ওয়েনেবো।
কুমুদিনী হাসপাতাসের এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন জানান, বিকেল তিনটার রাষ্ট্রদূতগন কুমুদিনী কমপ্লেক্্ের এসে পৌঁছালে মির্জাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন এবং কুমুদিনী পরিবারের সদস্যগন তাদের ফুলেল শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূতগন কুমুদিনী কমপ্লেক্্েরর ভিতরে বিভিন্ন সেবাধর্মী ইউনিট এবং ভারতেশ^রী হোমস পরিদর্শন করেন। সন্ধ্যায় অতিথিবৃন্দ শহীদ দানবীর রণদা প্রসাদা সাহার মির্জাপুর গ্রামে পূঁজা মন্ডপ পরিদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এ সময় কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল বিডি লি. এর চেয়ারম্যান শ্রী রাজিব প্রসাদ সাহা, পরিচালক শিক্ষা ও একুশে পদকপ্রাপ্ত মিস প্রতিভা মুৎসুদ্দি, পরিচালক শ্রী মতি সাহা, সম্পা সাহা, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. হাফিজুর রহমান, এসিল্যান্ড মো. আমিনুল ইসলাম বুলবুল, মির্জাপুর থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম ও ওসি তদন্ত মো. গিয়াস উদ্দিন প্রমুখ।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ০৪,২০২২//