কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের নিম্ন মাধ্যমিক স্তর এম.পি.ও ভূক্ত হওয়ায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে দিঘলকান্দি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. আ.কা.ম. সরওয়ার জাহান বাদশাহ্। বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. এজাজ আহমেদ মামুন। উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো. টিপু নেওয়াজ,যুগ্ন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। এছাড়াও ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন আমন্ত্রিত অতিথি বৃন্দরা।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৫,২০২৩//