প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) দিনাজপুরের আঞ্চলিক আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (৫ জানুয়ারি) আইএসপিএবি দিনাজপুরের অস্থায়ী কার্যালয়ে আঞ্চলিক আহবায়ক কমিটির মতবিনিময় শেষে দিনাজপুরের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) দিনাজপুরের আঞ্চলিক কমিটির আহবায়ক দিনাজপুরের স্পিরিটেড নেটওয়ার্কের প্রোপাইটার মো. শাফায়েত হোসেন সজিবের নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ফ্রেন্ডস ব্রডব্যান্ড নেটওয়ার্কের প্রোপাইটর মো. এরফান হাসান, আরভি সাইবার ওয়ার্ল্ড এর প্রোপাইটর জুলফিকার রহমান, রেপিড টেকনোলজির প্রোপাইটর মনিরা নাছরিন, বেলাল আইটি’র প্রোপাইটর মো. বেলাল হোসেন।
প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মো. শাফায়েত হোসেন সজিবসহ অন্যান্য সদস্যগণ। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মতিউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তাকে নতুন বছরের ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আইএসপিএবি দিনাজপুরের আঞ্চলিক আহবায়ক মো. শাফায়েত হোসেন সজিবসহ অন্যান্য সদস্যগণ।
উল্লেখ্য যে, ৫ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটির মধ্যে দিনাজপুরের স্পিরিটেড নেটওয়ার্ক এর প্রোপাইটার মো. শাফায়েত হোসেন সজিব-কে আহবায়ক সিদ্ধান্ত প্রকাশ করে, গত ১০ ডিসেম্বর’২০২৪ তারিখে আইএসপিএবি’র প্যাডের পাতায় কেন্দ্রীয় সভাপতি মো. এমদাদুল হক ও সেক্রেটারী নাজমুল করিম ভ‚ঁইয়া’র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কমিটির অনুমোদন প্রদান করা হয়।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post