প্লাবন শুভ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর শাখা বাংলাদেশ জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব) এবং জেলা শাখা বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে যক্ষা রোগ নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধিতে সুশীল সমাজের প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এতে জেলা শাখা নাটাকের সভাপতি ডাঃ চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ পারভেজ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন খান, সাধারণ সম্পদাক আব্দুল মতিন। স্বাগত বক্তব্য রাখেন নাটাব জেলা শাখার সাধারণ সম্পাদক কাশী কুমার দাস প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন নাটাব কেন্দ্রীয় কার্যালয় হতে আগত রংপুর প্রতিনিধি কাওছার উদ্দিন।
প্রিন্ট করুন
Discussion about this post