Print Date & Time : 22 August 2025 Friday 9:47 pm

দিনাজপুর পৌরসভা এবং চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে “আমার পৌরসভা- আমার ইউনিয়ন- আমার দায়িত্ব, দিনাজপুর হবে বাল্যবিবাহমুক্ত” এই শ্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এপি ও দিনাজপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এবং উপজেলা প্রশাসন, চেহেলগাজী, শশরা, আউলিয়াপুর, শেখপুরা ইউনিয়ন এর সহযোগিতায় আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিনাজপুর পৌরসভা এবং চারটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করলেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মো. জিন্নাহ আল মামুন।

দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ।

বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ও পৌরসভা ঘোষনার সাথে একমত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা কাজী সমিতির সভাপতি কাজী মো. আব্দুস সাত্তার, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. গুলজার হোসেন, ৪নং শেখপুরা ইউনিয়নের ইউপি সদস্য মো. নুর আলম ও ব্লাস্ট দিনাজপুরের ভারপ্রাপ্ত সমন্বয়কারী এ্যাড. পিনাক পাল রায়।

প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ মো. জিন্নাত আল মামুন আনুষ্ঠানিকভাবে ঘোষনা দিতে গিয়ে বলেন বাল্যবিবাহ শুধু সমস্যা নয় এটা একটি সামাজিক মহাব্যাধি। যা শুধু আইন দিয়ে নয়, সামাজিক আন্দোলনের মাধ্যমে এটা প্রতিরোধ করা সম্ভব। দিনাজপুর পৌরসভা সহ চারটি ইউনিয়নকে আজ যে বাল্যবিবাহ মুক্ত ঘোষনা করা হলো তা ওয়ার্ল্ড ভিশনের অক্লান্ত প্রচেষ্টার ফসল। সভাপতির বক্তব্যে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন যে ভূমিকা রাখছে তা একটি প্রসংশনীয় উদ্যোগ বলে আমি মনে করি। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেস্টার গমেজ বলেন, ওয়ার্ল্ড ভিশন শিশুদের সুরক্ষাসহ বাল্যবিবাহ প্রতিরোধের যে কার্যক্রম পরিচালনা করে আসছে আজ তার অর্জন আমরা দেখতে পাচ্ছি। এ ব্যাপারে জিও এনজিও, জনপ্রতিনিধি সংবাদকর্মী যুব ফোরাম, শিশু ফোরাম, সদস্যদের অক্লান্ত পরিশ্রমের ফসল।