হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া):ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকারের পতনের পর কুষ্টিয়ার দৌলতপুরে শান্তি, ঐক্য ও সংহতি বজায় রাখার লক্ষ্যে সমাবেশ করেছে জাতীয়তাবাদীদল বিএনপি’র উপজেলা শাখা।মঙ্গলবার বিকেলে উপজেলার তারাগুনিয়া ফুটবল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশ ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে আসতে থাকেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে এদিন উপজেলার কোথাও আইনশৃঙ্খলা বাহিনীর সেইরকম তৎপরতা দেখা যায়নি।সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সহ-সভাপতি রুহুল কুদ্দুস, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজাউল করীম, রিয়াজুল ইসলাম, সিরাজুল ইসলাম, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক নুরুজ্জামান হাবলু মোল্লা, উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন, আকবর আলী, মাহবুব রহমান লস্কর, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা, দপ্তর সম্পাদক শের আলী সবুজ, প্রচার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি আবুল হোসেন ভিপি, সাধারন সম্পাদক ফরজ উল্লাহ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আতাউর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু, সদস্য সচিব রেজানুর রহমান মাসুম, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি বজলুর রহমান,উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদুজ্জামান রুবেল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আজমত আলী, খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক আলাউদ্দীন আলী, জাহাঙ্গীর মোল্লা, আব্দুল বারি, প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান সোনা মেম্বর, সাধারন সম্পাদক চাদ মল্লিক মাষ্টার, মথুরাপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সুরাত আলী, চিলমারী ইউনিয়ন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নুরুজ্জামান মেম্বর, আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বিএসসি, সাধারন সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রুস্তম আলী, রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আমজাদ হোসেন মাষ্টার, ফিলিপনগর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান, মরিচা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, সাধারন সম্পাদক কামরুল ইসলাম, হোগলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম (ডাক্তার), সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বর, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক খন্দকার আরিফুল ইসলাম আরিফ, রিফাইতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মক্কেল মেম্বর, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন মোল্লা, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আসাদ মোল্লা, বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জারজিস খান, সাধারন সম্পাদক আজিজুল হক মেম্বর, দৌলতপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল হক মাষ্টার, সাধারন সম্পাদক দেল মেম্বর, খলিশাকুন্ডি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মইনুল ইসলাম, সেচ্ছাসেক দলের আহবায়ক রাশিদুল ইসলাম শামিম, সদস্য সচিব আসাদুল হক প্রমুখ।সমাবেশ থেকে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য ও বিশৃঙ্খলাকারীদের কঠোর হুঁশিয়ারি দেন সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা ।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৪ আগষ্ট ২০২৪