Print Date & Time : 25 August 2025 Monday 4:05 pm

দুঃস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত উপজেলা সমাজসেবা কার্যালয় পাটগ্রামে দুঃস্থ রোগীদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

স্থানীয় আফজাল হোসেন মিলনায়তনে ১৮ মার্চ সকাল ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: মোতাহার হোসেন এম.পি,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, আওয়ামী লীগ উপজেলা সভাপতি বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু, আওয়ামী লীগ উপজেলা ত্রান সম্পাদক সেকেন্দার আলী, মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু, পাটগ্রাম থানার অফিসার্স ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার ভূমি আব্দুল ওয়াজেদ। অনুষ্ঠানে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,থ্যালাসেমিয়া, জন্মগত হৃদরোগে আক্রান্ত ৮০ জন রোগীর মাঝে উক্ত চেক প্রদান করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এইচ//