Print Date & Time : 13 September 2025 Saturday 3:56 am

দুইটি আনলোডার ক্রেণ নিয়ে পায়রায় ভিড়লো মাদার ভ্যাসেল


গোফরান পলাশ, কলাপাড়া:

পটুয়াখালীর ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিএল) জন্য দুইটি অত্যাধুনিক শিপ আনলোডার ক্রেন নিয়ে পায়রা বন্দরে ভিড়েছে এমভি জি সান নামের একটি মাদার ভ্যাসেল। বৃহস্পতিবার বেলা এগারোটায় চায়নার ইউংডাও বন্দর থেকে এটি বিদ্যুত কেন্দ্রের জেটিতে এসে পৌঁছায়। 

সূত্র জানায়, বর্তমানে ১৬২৮.৫৬ মেট্রিকটনের এ আনডোলার দুইটি বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে এ বিদ্যুৎ কেন্দ্রের ৮৫ ভাগ নির্মান কাজ শেষ হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কয়লা আমদানি করে আগামী জুনে এ  বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন কাজ শুরু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

বন্দর সূত্র জানায়, এই জাহাজ সহ দেশি বিদেশী মোট ২৪০০ টি জাহাজের পন্য খালাসের মধ্য দিয়ে পায়রা বন্দরের মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে ১২শ’ কোটি টাকা।

 এবি//দৈনিক দেশতথ্য//ফেব্রুয়ারী ৯,২০২৪//