সিমান্ত রেখা মানছেনা বিএসএফ
শেখ জাহাঙ্গীর আলম শাহীন , লালমনিরহাট, ১১ এপ্রিল।।
জেলার কালীগঞ্জের চন্দ্রপুর সীমান্তে ভারতীয় বিএসএফ দিনে দুপুরে বাংলাদেশী কৃষি শ্রমিককে লক্ষ্য করে গুলি করার দৃশ্যের ভিডিও ফুটেজ দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সীমান্তে বিজিবির টহলের দুর্বলতার সুযোগে এখন বিএসএফ যখন তখন বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ছে। দীর্ঘদিন ধরে গ্রামবাসী অভিযোগ করে আসছিল। এই ভিডিওটি তার সাক্ষ্য দিচ্ছে।
জানা গেছে, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর দুই টায় জেলার কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি গ্রামের সীমান্তের ৯১৩ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশি দুই দিনমজুর কৃষিশ্রমিক গরুর ঘাস কাটতে যায়। এরা হলেন- কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও একই গ্রামের বাবর আলীর ছেলে ইন্টু মিয়া (৩০)।
এ সময় হঠাৎ করে বিএসএফের দুই সদস্য তাদের বন্দুক উঁচিয়ে ধাওয়া করে। তারা প্রাণ ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করতে ভিডিওতে দেখা যায়। এ সময় বিএসএফের দুই সদস্য বাংলাদেশের সীমানার অভ্যন্তরে ঢুকে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যায়।
পরে সীমান্ত গ্রামে খোঁজ নিয়ে ঐ কৃষি শ্রমিক দুই যুবকের তাৎক্ষণিক খোঁজ পাওয়া যায়নি। তারা ভয়ে আত্নগোপন করেছে।
এ ঘটনার পর থেকে খামারভাতি সীমান্তে গ্রামবাসীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। গ্রামবাসীদের অভিযোগ কাঁটাতারের বেড়া পাশে বাংলাদেশের কৃষি জমিতে শ্রমিকরা দিনের বেলায়ও যেতে পারছে না। গেলে প্রতিনিয়ত বিএসএফ সদস্যরা ধাওয়া করে । কোন কোন সময় ধরে মারধর করে ভারতীয় পুলিশের হাতে তুলে দেয়।
চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, বাংলাদেশের অভ্যন্তরের নোম্যান্স ল্যান্ডে ছাগল চরাতে ও গরুর ঘাস কাটতে দুই দিনমজুর কৃষিশ্রমিক গেলে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে বিএসএফ।
এখনো পর্যন্ত এ বছর লালমনিরহাট সীমান্তে বিএসএফের হাতে তিন জন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক মোফাজ্জল হোসেন জানান, এ বিষয়ে এখনো তার কাছে কোনো তথ্য আসেনি। খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে স্থানীয় বিজিবির বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, এই ঘটনায় কতৃপক্ষের মাধ্যমে বিএসএফের ঊধর্বতন কতৃপক্ষকে পত্র দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। গ্রামবাসী সীমান্তে সার্বক্ষণিক বিজিবির টহল জোরদারের দাবী জানান।
এবি//দৈনিক দেশতথ্য //১১ এপ্রিল ২০২৪//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post