কুমারখালী প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন।
শুক্রবার রাত ১১ টার দিকে কুষ্টিয়া -রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের নন্দলালপুর ইউনিয়নের বাঁশআড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত হয়েছেন নাটোরের লালপুর উপজেলার শিমুল হোসেনের ছেলে রতন হোসেন (২৪)। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
জানা যায়, শুক্রবার রাত ১১ টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা চাউল বাহী ট্রাক সৈয়দ মাছ-উদ রুমী সেতুর পূর্ব দিকে বাঁশআড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় কুষ্টিয়া থেকে আসা ট্রাকটি উল্টে খাদে পরে গেলে চালক রতন হোসেন ঘটনাস্থলে মারা যান। পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে। হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এহ/19/10/24/ দেশ তথ্য
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post