Print Date & Time : 22 August 2025 Friday 11:25 pm

‘দুবাইয়ে প্রবাসীরা আন্দোলন করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে’

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরি বলেছেন বাংলাদেশিদেরভিসা বন্ধ করার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সংযুক্ত আরব আমিরাত।

তিনি বলেন, দুবাইয়ে আন্দোলন করে প্রবাসীরা আইন অমান্য করে বিদেশেবাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করছে।

আজ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে
সাম্প্রতিক দুবাই ভিসা বন্ধের বিষেয়ে জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নেরজবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও
বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: রুহুল আমিন, বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক সালেহ আহমদ মোজাফফর-সহ
অন্যরা।

প্রতিমন্ত্রী বলেন, দেশে যেভাবে মেট্রোরল-সহ বিভিন্ন সরকারি
প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিদেশেও তারাই বাংলাদেশের শ্রমবাজার ধ্বংস করার
জন্য একই কাজ করেছে। আমি মনে করি, ৭১ এর যুদ্ধাপরাধী জামাত-বিএনপিরপেতাত্মারা যেমন কর্মকাণ্ড করেছিল তাদের শাস্তি হয়েছিল। তেমনিভাবে দুবাইয়ে আন্দোলন করে তারা বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। এজন্য
তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি হয়েছে। দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করব না। এটি তাদের রাষ্ট্রীয় বিষয়।

সংযুক্ত আরব আমিরাতে ভিসা বন্ধের ব্যাপারে তিনি বলেন, আমাদের কাছে লিখিত কোনো অর্ডার আসেনি। আমরা সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি তারাও কিছু জানে না। বাংলাদেশে নিযুক্ত ইউএই’র
রাষ্টদূতের সঙ্গেও কথা বলেছি তিনিও কিছু জানায়নি। শ্রমবাজার বন্ধ হয়েছে কি না এ ব্যাপারে সঠিক কোনো তথ্য আমাদের কাছে নেই। জানলে আমরা গণমাধ্যমকে
জানিয়ে দিব। আমি সবাইকে অনুরোধ করব সঠিক তথ্য নিয়ে সংবাদ পরিবশেন করার জন্য। দেশের উপকার হবে, মানুষের বিভ্রান্তিও কমবে।

দৈনিক দেশতথ্য//এইচ//