Print Date & Time : 14 March 2025 Friday 5:25 am

দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগে স্বর্ণ ও সিসাসহ যাত্রী আটক

চট্টগ্রাম প্রতিনিধি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীকে ১ কেজি ২৪৪ গ্রাম স্বর্ণ, ৯ কেজি সিসাসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ৭টার দিকে গোপন সংবাদের জামালপুরের মাসুদ রানা নামের ওই যাত্রীকে আটক করেন শুল্ক গোয়েন্দারা।

বিমানবন্দরে দায়িত্বরত একজন শুল্ক গোয়েন্দা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে দুবাই থেকে আসা ওই যাত্রীকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে ১ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণ ও ৯ কেজি সিসা পাওয়া যায়। এরপর তাকে আটক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন ও প্রচলিত আইনে মামলা এবং স্বর্ণ ও সিসা কাস্টমস কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।