Print Date & Time : 10 May 2025 Saturday 5:29 pm

দুর্নীতির অভিযোগে পীরগঞ্জ পাইলট স্কুলের প্রধান শিক্ষক বরখাস্ত

আজম রেহমান, ঠাকুরগাঁও: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন ও অভিযোগের পর সহকারী ভুমি কমিশনারের নেতৃত্বে ৩ সদস্যের কমিটির তদন্ত চলাকালে খোদ বিদ্যালযের শিক্ষকরা অনিয়ম-বৈষম্য-স্বজনপ্রীতি ও হয়রানীর বিচার চেয়ে বিদ্যালয়ের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দাখিল করায় জরুরী প্রয়োজনে সুষ্ঠু তদন্তের স্বার্থে স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, অভিযুক্ত প্রধান শিক্ষক মফিজুল হককে সাময়িক বরখাস্ত করেছেন।

জানা যায় ঐ স্কুলের প্রধান শিক্ষক মো: মফিজুল হকের অপসারনের দাবিতে স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও ঘেরাও অবরোধ কর্মসূচী পালনের এক পর্যায়ে উভয় পক্ষের আলোচনার ভিত্তিতে তারা দুর্নীতির হিসাব চেয়ে ইউএনও বরাবরে আবেদন করেন। প্রেক্ষিতে ইউএনও, এসিল্যান্ড কে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।
বিষয়টি তদন্তাধীন থাকা অবস্থায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্নভাবে বিদ্যালয়ের বিতর্কিত বিষয়গুলোর তথ্য সংগ্রহের চেষ্টা করে ব্যার্থ হন। পরে উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সভাপতি বরাবরে আবেদন করলে সভাপতি অষ্পষ্ট কারনে তথ্য প্রদানে অপারগতা প্রকাশ করে। বিষয়টি পরে জেলা প্রশাসক বরাবরে আপিল করা হয়। বিষয়টি তদন্তাধীন থাকার পর্যায়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো: শাহজালাল সাজু সহ ২১ জন শিক্ষক অনুরুপ অভিযোগ এনে প্রধান শিক্ষক মফিজুল হকের বিচার দাবি করে গত ১১ নভেম্বর ইউএনও বরাবরে একটি অভিযোগ দাখিল করেন।

অভিযোগ আমলে নিয়ে সুষ্টু তদন্তের স্বার্থে ইউএনও গত ২৪ ইং ১০১২ নং স্বারকে দিনাজপুর শিক্ষাবোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্র-বিধানমালা -২০২৪ এর ৫৪(১) অনুচ্ছেদ মোতাবেক প্রধান শিক্ষক মো: মফিজুল হক কে সাময়িক বরখাস্ত করেন এবং সহকারী প্রধান শিক্ষক মো: শাহজালাল কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেন।