শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে :
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কুটিপাড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন (৩৬) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছে।
তাকে গুরুতর আহত অবস্থায় বিএসএফ ধরে নিয়ে গেছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোর রাতে।
আহত যুবক হেলালুজ্জামান ওরফে হেলাল উদ্দিন দুর্গাপুর ইউনিয়নের কুটিরপাড় গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
দুর্গাপুর সীমান্ত গ্রাম সূত্রে জানা গেছে, অবৈধভাবে দুর্গাপুরের কুটিরপাড় সীমান্তের ৯২৫/২নং আন্তর্জাতিক পিলারের পাশ দিয়ে শনিবার ভোর রাতে ৪০-৫০ জনের একটি চোরাচালানি চক্র গরু ও মাদক পাচার করছিল। এ সময় ভারতের মদনকুড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সামনে পড়ে যায়। তারা চোরাচালানিদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুড়লে মারে। এ সময় বুলেটবিদ্ধ হয়ে হেলাল উদ্দিন গুরুতর আহত হয়।
অন্য চোরাচালানি সদস্যরা তাকে ফেলে নিরাপদে বাংলাদেশে চলে আসে। বিএসএফ সদস্যরা আহত হেলাল কে ধরে নিয়ে যায়।
সীমান্তের ভারতীয় একটি সূত্রে জানা গেছে, বিএসএফ ভারতের দিনহাটা সদর হাসপাতালে গুলিবিদ্ধ হেলার কে ভর্তি করেছে।
সেখানে আশংকাজনক অবস্থায় চিকিৎসা চলছে। এদিকে তার স্বজনরা তার কোন খোঁজ খবর না পেয়ে আশংকায় রয়েছে। হতভাগ্য যুবকের ভাগ্যে কি ঘটেছে স্বজনরা কিছু জানেনা। তবে পাচারকারী দলটি প্রায় শতাধিক গরু – মহিষ পাচার করে দূর্গাপুর সীমান্তে এনে রেখেছে বলে জানা গেছে। গরু মহিষ গুলো সীমান্তে পাচারকারীদের গোপন ডেরায় রয়েছে। বিষয়টি ওপেনসিক্রেট।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবার জানান, ভারতের অভ্যন্তরে একজন বাংলাদেশি বিএসএফের রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন বলে শুনেছি।
বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ মো. শাকিল আলম জানান, সীমান্তে গুলির বিষয়ে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে আহত ব্যক্তিকে ফেরত দিতে বলা হয়েছে।