প্রায় দেড় বছর পর ভারত থেকে ১০৯১ মেট্রিক টন পেঁয়াজ বেনাপোল স্থল বন্দর দিয়ে বাংলাদেশে রপ্তানী হয়েছে। রোববার ২০ মার্চ ৮৫০ মে.টন ৮৭৮ কেজি, সোমবার ২১ মার্চ ১৭৫ মে. টন ৪৪০ কেজি ও মঙ্গলবার ২২ মার্চ ৬৫ মে.টন পেয়াজ রপ্তানী হয়েছে।
পেঁয়াজ রপ্তানীর খবরে বাংলাদেশর বাজারে পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। এতে পবিত্র রমজান ও ঈদে পিয়াজ নিয়ে অস্থিরতা কমবে বলে মনে করা হচ্ছে। ভারত থেকেরপ্তানী করা পেয়াজ খালাসে বিলম্ব না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশের বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।
পেঁয়াজের বাংলাদেশী আমদানিকারক জাহাঙ্গীর আলম জানান, প্রকারভেদে প্রতি মেট্রিক টন পেঁয়াজের দাম পড়ছে ১১১ থেকে ৩০০ ডলার। ১০ শতাংশ শুল্ককর পরিশোধের পর প্রতিকেজি পেঁয়াজের ডিউটি প্রদান করতে হচ্ছে ২ টাকা ৭৫ পয়সা। নাসিকের পেঁয়াজ বেনাপোল বন্দর থেকে পাইকারি বিক্রি হচ্ছে ২৬ থেকে ২৮ টাকা ও হাসখালী পেঁয়াজ ১৮ থেকে ২০ টাকায়।
পেঁয়াজ আমদানিকারক মেসার্স গাজী এন্টারন্যাশনালের প্রতিনিধি আবু জাফর জানান, আগামী ২৯ মার্চের মধ্যে পেঁয়াজ আমদানির শেষ করতে নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। এতে পূর্বের এলসির ক্রয়কৃত পেঁয়াজ দ্রুত আমদানি শেষ করতে হচ্ছে। হঠাৎ করে দাম কমে যাওয়ায় ব্যবসায়ীরা অনেকটা লোকসানের মুখে পড়বেন।
পাইকারি পেঁয়াজ ক্রেতা মুজিবর রহমান জানান, আমদানির খবরে স্থানীয় বাজারে এক দিনেই দাম কমেছে কেজিতে ৪ থেকে ৫ টাকা। যেভাবে আমদানি বাড়ছে আরও দাম কমে আসবে। সাধারণ ক্রেতা জাবির বলেন, দুই দিন আগে পেঁয়াজের কেজি ছিল ৩২ থেকে ৩৫ টাকা। আমদানির খবরে এখন কেজি ২৮ টাকায় দাঁড়িয়েছে।
বাংলাদেশের বেনাপোল বন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, এক বছরেরও বেশি সময় পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত তিন দিনে ১০৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পেঁয়াজ খালাস নিতে পারেন সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। রমজান মাসজুড়ে পিয়াজের আমদানি বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানু্ষ বেশ উপৃকত হবেন বলেই জানান মামুন কবীর।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৩,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post